Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার 171 0

Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

শেখ রাজীব হাসান,গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল দশটায় বনমালা এলাকার থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত যুবকের নাম মানিক(২২)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গতলা গ্রামের শহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়,সোমবার সকালে স্থানীয় আলাউদ্দিন ফকিকের বাড়ির সামনের ডোবাতে মরদেহটি দেখতে পায়।পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর ডোবার পানিতে মরদেহটি ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মৃত্যের ভাই খলিল বলেন,মানিক পরিবারের সাথে যোগাযোগ রাখতোনা। সে টঙ্গীর বনমালা এলাকায় মাদক সেবন ও বেচাকেনা করতো। মাদক বেচাকেনা অভিযোগে পুলিশ মানিককে আটক করে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাবেদ মাসুদের ভাষ্য,এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com